প্রথম হারের তিক্ত স্বাদ পেল আর্সেনাল, বোর্নমাউথের কাছে ২-০ গোলে পরাজিত
- By Jamini Roy --
- 20 October, 2024
প্রিমিয়ার লিগে আজ বোর্নমাউথের বিরুদ্ধে আর্সেনালের ১৫তম ম্যাচটি ঘটল অপ্রত্যাশিতভাবে। এর আগে ১৪ বারের মুখোমুখি লড়াইয়ে ১১ বার জয় নিয়ে মাঠ ছেড়েছিল আর্সেনাল, কিন্তু আজ ভিন্ন কিছুই ঘটল। বোর্নমাউথের ভাইটালিটি স্টেডিয়ামে আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে স্বাগতিকরা, এবং এই হারে চলতি ২০২৪-২৫ মৌসুমে আর্সেনালের প্রথম হার এসেছে।
ম্যাচের ৩০তম মিনিটে বড় ধাক্কা খায় আর্সেনাল। বোর্নমাউথের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ইভানিলসনকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্সেনালের ডিফেন্ডার উইলিয়াম স্যালিভা। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখালেও ভিএআরের হস্তক্ষেপে সেই সিদ্ধান্ত পাল্টে লাল কার্ড দেখানো হয়। ফলে, আর্সেনালকে পরবর্তী এক ঘণ্টা ১০ জন নিয়ে খেলতে হয়।
দ্বিতীয়ার্ধে বোর্নমাউথ ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ৭০তম মিনিটে জাস্টিন ক্লুইভার্টের কর্নার থেকে রায়ান ক্রিস্টি প্রথম গোলটি করেন। এরপর ৭৯তম মিনিটে আর্সেনালের গোলকিপার ডেভিড রায়া ইভানিলসনকে ফাউল করলে বোর্নমাউথ পেনাল্টি পায়, এবং সেই পেনাল্টি থেকে ক্লুইভার্ট সহজেই দ্বিতীয় গোলটি করেন।
এই হারে আর্সেনালের প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া হয়েছে। ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তারা এখন তালিকার তৃতীয় স্থানে রয়েছে। অন্যদিকে, এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট নিয়ে লিভারপুল শীর্ষে এবং ১৭ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি দ্বিতীয় স্থানে অবস্থান করছে।